Dr. Neem on Daraz
Victory Day

 ভোগডাঙ্গা  ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা 


আগামী নিউজ |  কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ০৯:৫৮ পিএম
 ভোগডাঙ্গা  ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা 

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২ টায় মধ্যকুমরপুর স্কুল এন্ড কলেজ মাঠে এক গণসমাবেশে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু এ ঘোষণা প্রদান করেন।

কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এবং সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতনমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, প্রধান শিক্ষক আবুল হোসেন, ইউপি সদস্য আকরামুল হক মাজেদুল, কাজী মোজাম্মেল হক, প্রকল্প সমন্বয়কারী আব্দুল্ল্যাহ আল মামুনসহ ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন।

আগামীনিউজ/লাভলু/তামিম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে